Barak Valley
করিমগঞ্জের দোহালিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে ফের উচ্ছেদ অভিযান
পাথারকান্দি : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকাধীন দোহালিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে ফের উচ্ছেদ অভিযান চালিয়েছেন বনকর্মীরা। আজ সোমবার সকালে দোহালিয়া রেঞ্জ ফরেস্টের কর্মীরা বাদশাহী রিজার্ভের চন্দ্রপুর এলাকার হামিদরগেনাই বনাঞ্চলে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা দুটি বিশালাকার ফিশারির বাঁধ কেটে জল সহ মাছ বের করে দিয়েছেন।
এতে প্রায় ৬০ বিঘা বনভূমি বেদখলমুক্ত হয়েছে বলে বিভাগীয় সূত্রে জানা গেছে।
বন বিভাগ এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত রাখবে বলে জানান রেঞ্জ ফরেস্ট অফিসার প্রণব কলিতা। আজকের উচ্ছেদ অভিযানে ছিলেন বনকর্মী মিণ্টু বরুয়া, বদর উদ্দিন, দিলোয়ার হোসেন, প্রাঞ্জল গগৈ প্রমুখ।