Barak Valley
করিমগঞ্জের লোয়াইরপোয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্ম বসতবাড়ি

লোয়াইরপোয়া : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার লোয়াইরপোয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্ম হয়ে গেছে বসতবাড়ি। ঘটনা সংঘটিত হয়েছে বাজারিছড়া থানাধীন লোয়াইরপোয়া এলাকায় লঙ্গাই সেতু সংলগ্ন এলাকায়।
আজ বুধবার সন্ধ্যারাতে স্থানীয় জনৈক উত্তম বর্মণের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় বাড়ির মালিক বাড়িতে ছিলেন না। পথচারীরা আগুন দেখে স্বতোপ্রণোদিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
ইত্যবসরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাথারকান্দি থেকে একটি ইঞ্জিন নিয়ে ছুটে আসেন দমকল কর্মীরা। ততক্ষণে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও কেউ কেউ মনে করছেন, বিদ্যুাতের শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে উত্তম বর্মণের বাড়ির যাবতীয় আসবাবপত্র সহ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।