Barak Valley
করিমগঞ্জের সলগইয়ে বাজেয়াপ্ত চেরাই কাঠ বোঝাই মিনিট্ৰাক

পাথারকান্দি : করিমগঞ্জ জেলার সলগইয়ে চেরাই কাঠ বোঝাই একটি মিনিট্রাক বাজেয়াপ্ত করেছেন বন কর্মীরা। জানা গেছে, আজ সোমবার ভোরের দিকে এএস ১০ এসি ৬২৫২ নম্বরের একটি মিনিট্রাকে বোঝাই করে বনাক জাতীয় প্রায় ৩০ সিএফটি চেরাই কাঠ পিংছড়া এলাকা থেকে রাধাপ্যারী অভিমুখে যাচ্ছিল।
সে সময় সলগই ফরেস্ট বিট অফিসের অধীন হৈলামছড়া প্রটেকশন টিমের কর্মীরা ট্রাকের গতিরোধ করেন। তখন চালক ট্রাক রেখে সুযোগ বুঝে পালিয়ে যায়। ওই মিনিট্রাক থেকে চেরাই কাঠ উদ্ধার করেন বনকর্মীরা। খবর পেয়ে তদন্তে নামেন দোহালিয়া রেঞ্জ ফরেস্ট অফিসার প্রণব কলিতা, ডেপুটি রেঞ্জার প্রদীপ বারই, দিলোয়ার হুসেনরা। তাঁরা কাঠ বোঝাই ট্রাকটিকে রেঞ্জ ফরেস্ট কার্যালয়ে নিয়ে যান।