Barak Valley
করিমগঞ্জের হজযাত্রীদের টিকা ১মে
জনসংযোগ, করিমগঞ্জ : আগামী ১মে ২০২৪ সালের করিমগঞ্জ জেলার হজযাত্রীদের জেলার ৬টি স্থানে টিকা প্রদান করা হবে৷ এতে অসম, মেঘালয়, নাগাল্যান্ড ইত্যাদি যুগ্ম রাজ্যিক হজ কমিটির কার্যবাহী আধিকারিক ও সচিব জানিয়েছেন, বুধবার সকাল ১০টায় করিমগঞ্জের কানিশাইল মর্কজে, বদরপুরে দেওরাইল টাইটেল মাদ্রাসায়, নিলামবাজারের গুণময়ী স্কুল, পাথারকান্দির কাবাড়িবন্দ এমই মাদ্রাসা, আছিমগঞ্জে আছিমিয়া এমই মাদ্রাসা এবং রাতাবাড়িতে কাজিরবাজার হাইস্কুলে হজযাত্রীদের প্রয়োজনীয় টিকা প্রদান করা হবে৷ সংশ্লিষ্ট এলাকায় হজযাত্রীদের নিজ নিজ টিকা প্রদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকাগ্রহণ করতে করিমগঞ্জের অতিরিক্ত জেলা আয়ুক্ত ও জেলা হজ কমিটির সদস্য সচিব অনুরোধ জানিয়েছেন৷