করিমগঞ্জের ৪ টি বিধানসভা নির্বাচন কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ
করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার ১২৩ নম্বর- উত্তর করিমগঞ্জ বিধানসভা, ১২৪ নম্বর- দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা ১২৫ নম্বর- পাথারকান্দি বিধানসভা ও ১২৬ নম্বর- রামকৃষ্ণ নগর (তফশিলি) বিধানসভা নির্বাচন কেন্দ্রের খসড়া ভোটার তালিকা শুক্রবার প্রকাশ করা হয়েছে। এতে ওই বিধানসভা কেন্দ্রের নির্বাচক নিবন্ধন আধিকারিকরা পৃথক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখের যোগ্যতার ভিত্তিতে এই খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এতে নাম অন্তর্ভুক্তির জন্য যদি কারো কোন দাবি বা তালিকাভুক্ত কোন নামের বিরুদ্ধে কোন আপত্তি বা সন্নিবিষ্ট কোন বিবরণ সম্বন্ধে আপত্তি থাকে তবে তা আগামী ৮ জানুয়ারি সোমবারের মধ্যে ৬, ৬(ক),৭ ও ৮ ফর্মে দাখিল করতে হবে। অনলাইন যোগেও https://voters.eci.gov.in এ দাখিল করা যাবে।
পাশাপাশি,এতে আরও জানানো হয়েছে যে একজন যোগ্য নাগরিক যিনি ২০২৪ সালের পরবর্তী যেকোন একটি তারিখে অর্থাত্ ১ এপ্রিল ২০২৪, ১জুলাই ২০২৪ বা ১ অক্টোবর ২০২৪ এ ১৮ বছর পূর্ণ করতে চলেছেন তিনিও বিজ্ঞপ্তির তারিখ থেকে ৬ নম্বর ফর্মের মাধ্যমে নাম অন্তর্ভুক্তির জন্য ওই তারিখের মধ্যে অগ্রিম আবেদন করতে পারবেন, যোগ্যতার ভিত্তিতে তার আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত হবে।
এতে উত্তর করিমগঞ্জ বিধানসভা নির্বাচন চক্রের খসড়া ভোটার তালিকা প্রকাশের স্থান হচ্ছে- করিমগঞ্জের উপায়ুক্ত কার্যালয়ের নির্বাচন শাখা, চক্র আধিকারিকের কার্যালয়,বিদ্যালয় সমূহের উপ পরিদর্শকের কার্যালয়, আবগারি বিভাগের পরিদর্শক, উপ অধিকর্তা নগর ও পল্লী পরিকল্পনা বিভাগের কার্যালয়, সমবায় সমিতির সহকারি নিবন্ধকের কার্যালয়,খন্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয় বদরপুর মহাকল, খণ্ড উন্নয়ন সহ আধিকারিকের কার্যালয় বদরপুর মহাকল, সহকারি নির্বাহী বাস্তুকার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যালয় বদরপুর, সহকারী নির্বাহী বাস্তুকার জলসম্পদ কার্যালয় বদরপুর, বদরপুর শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কার্যালয়, বদরপুর খন্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়, অবর নিবন্ধকের কার্যালয় ভাঙ্গা, সব ভোট কেন্দ্র, সব গ্রাম পঞ্চায়েত কার্যালয়।
এদিকে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা নির্বাচন কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশের স্থান হচ্ছে- চক্র আধিকারিকের কার্যালয় নিলামবাজার, খন্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয় উত্তর করিমগঞ্জ, সমবায় সমিতির সহকারী নিবন্ধকের কার্যালয় রামকৃষ্ণ নগর, উত্তর করিমগঞ্জ শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কার্যালয়, উত্তর করিমগঞ্জ খন্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়, জেলা কৃষি আধিকারিকের কার্যালয় করিমগঞ্জ, উপ-অধিকর্তা অর্থনীতি ও পরিসংখ্যান করিমগঞ্জ, খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয় দক্ষিণ করিমগঞ্জ, সহকারি বাস্তুকার জনসম্পদ বিভাগ পাথারকান্দি, দক্ষিণ করিমগঞ্জ খন্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়, জ্যেষ্ঠ পরিদর্শক সমবায় সমিতির সহকারী নিবন্ধকের কার্যালয় রামকৃষ্ণ নগর, সহকারী নির্বাহী বাস্তুকার পূর্ত বিভাগ (গ্রামীণ সড়ক) এর কার্যালয় নিলামবাজার, সব ভোটকেন্দ্র ও সব গ্রাম পঞ্চায়েত কার্যালয়।
পাশাপাশি, পাথারকান্দি বিধানসভা নির্বাচন চক্রের খসড়া ভোটার তালিকা প্রকাশের স্থান- চক্র আধিকারিকের কার্যালয় পাথারকান্দি, সহকারী নির্বাহী বাস্তুকার জনস্বাস্থ্য কারিগরি বিভাগ কার্যালয় পাথারকান্দি, সহকারি নির্বাহী বাস্তুকার পূর্ত বিভাগ (গ্রামীণ সড়ক) কার্যালয় পাথারকান্দি, পাথারকান্দি খন্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়, সহকারি নিয়োগ আধিকারিকের কার্যালয়, বনরক্ষী আধিকারিকের কার্যালয় লোয়াইরপোয়া, সহকারী নির্বাহী বাস্তুকার (এনএইচ) কার্যালয় লোয়াইরপোয়া, খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয় লোয়াইরপোয়া, শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কার্যালয় লোয়াইরপোয়া, সব ভোট কেন্দ্র ও সব গ্রাম পঞ্চায়েত কার্যালয়।
এছাড়া রামকৃষ্ণ নগর বিধানসভা নির্বাচন চক্রের খসড়া ভোটার তালিকা প্রকাশের স্থান হচ্ছে- চক্র আধিকারিকের কার্যালয় রামকৃষ্ণনগর, রামকৃষ্ণনগর খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়, বনরক্ষী সামাজিক বনানীকরনের কার্যালয়, মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয় রামকৃষ্ণনগর, রামকৃষ্ণনগর খন্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়, দুল্লভছড়া খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়, দুল্লভছড়া শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কার্যালয়, সব ভোটকেন্দ্র ও সব গ্রাম পঞ্চায়েত কার্যালয়।
এতে এই খসড়া ভোটার তালিকা সংশ্লিষ্ট বিধানসভা নির্বাচন চক্রের নির্বাচক নিবন্ধন আধিকারিকের কার্যালয়ে এবং সংশ্লিষ্ট কার্যালয়েগুলিতে পরিদর্শনের জন্য পাওয়া যাবে। এতে আরও জানানো হয়েছে, দাবি ও আপত্তি নির্বাচক নিবন্ধন আধিকারিকের কার্যালয়ে অথবা ভোটকেন্দ্র অনুসারে সংশ্লিষ্ট দাবি ও আপত্তি দাখিলের জন্য নির্ধারণ করে দেওয়া কার্যালয় গুলিতে সরাসরি জমা দেওয়া যাবে অথবা ৮ জানুয়ারির মধ্যে ডাকযোগে নির্বাচক নিবন্ধন আধিকারিকের কার্যালয়েও পাঠানো যাবে।
এতে শুক্রবার বিকাল ৪ টায় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে সব রাজনৈতিক দলের কর্মকর্তাদের এই খসড়া ভোটার তালিকার প্রকাশ সম্পর্কে অবহিত করা হয়েছে। এতে করিমগঞ্জের সদর এসডিও অমিত পারবোসা ও নির্বাচন আধিকারিক মংভে ইংভি উপস্থিত ছিলেন।