Barak Valley

করিমগঞ্জে আয়ুর্বেদ দিবস

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ফকিরাবাজার মর্ডান ইংলিশ স্কুলে শুক্রবার আয়ুর্বেদ দিবস উদযাপন করা হয়৷ ‘স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ, এটা প্রতিদিন সবার জন্য’ এই থিম নিয়ে এদিন আয়ুর্বেদ দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় জনগণের উপস্থিতিতে এক সচেতনতা সভা আয়োজিত হয়৷ আয়ুর্বেদের গুণাগুণ ও ইতিহাস নিয়ে আলোচনা করেন কৃষিবিজ্ঞান কেন্দ্রের প্রধান ও বর্ষীয়ান বিজ্ঞানী ডঃ পি চৌধুরী৷ তিনি প্রতিদিনের জীবনে আয়ুর্বেদের গুরুত্বের কথা তুলে ধরেন৷

ডা. অলকেশ ডেকা বিভিন্ন গাছপালা এবং ভেষজ দিয়ে মানুষ এবং প্রাণীর চিকিৎসা কীভাবে করা যায় সে নিয়ে আলোচনা করেন৷ এছাড়াও তিনি সভায় অংশগ্রহণকারীদের পশুর বিভিন্ন রোগ নিরাময়ের জন্য বিভিন্ন আয়ুর্বেদ ওষুধ তৈরির প্রশিক্ষণ দেন৷

Show More

Related Articles

Back to top button