Barak Valley

করিমগঞ্জে কুষ্ঠ নিবারণী দিবসে সভা, পথনাটিকা-সচেতনতা রেলি

করিমগঞ্জ : কুষ্ঠরোগ এবং সমাজে এর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে মঙ্গলবার করিমগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুষ্ঠ নিবারণী দিবস পালন করা হয়৷ দিনটি একটি প্রাণবন্ত রেলির মাধ্যমে শুরু হয়, যার উদ্বোধন করেন ASTC-র chairman মিশন রঞ্জন দাস৷ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত ADC মিনার্ভা দেবী আরামবাম সহ স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডা. রাজীব বরুয়া, সহকারি কমিশনার রংবামন টেরন, এপিডেমিওলজিস্ট সুমিত রায়, DME সুমন চৌধুরী, DAM শঙ্করলাল দে ও করিমগঞ্জ আরবানের আশা ও এএনএম কর্মীরা এতে অংশ নেন৷

স্বাস্থ্য কর্মী ও আধিকারিকদের নেতৃত্বে এদিন সচেতনতা রেলি বের হয়৷ অংশগ্রহণকারীরা কুষ্ঠ রোগকে ঘিরে মিথ এবং ভুল ধারণা দূর করা তথা সহানুভূতি প্রচার করার জন্য ওই রেলি বের করেন৷ রেলির পর করিমগঞ্জ সিভিল হাসপাতালে সারগর্ভ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়৷ এতে বিশিষ্ট রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডা. রঞ্জিত বৈদ্য৷ তিনি কুষ্ঠ রোগ সম্পর্কে বিশদ আলোচনা করেন৷ তিনি এই রোগের প্রাথমিক শনাক্তকরণ ও কার্যকর চিকিৎসার গুরুত্বের উপর জোর দেন৷

এদিনের বিশেষ আকর্ষণ ছিল করিমগঞ্জের জিএনএম ট্রেনিং স্কুলের শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত আকর্ষণীয় পথ নাটক৷ এতে সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যসেবা অনুশীলনকারী ও সমাজে জনগণের সহযোগিতামূলক প্রচেষ্টা কুষ্ঠ নির্মূল এবং এর সামাজিক কলঙ্ক কমানোর সম্মিলিত প্রতিশ্রতির উপর জোর দেওয়া হয়৷ উল্লেখ্য, কুষ্ঠ নিবারণী দিবস মহাত্মা গান্ধীর তিরোধান দিবস উপলক্ষে প্রতি বছর ৩০ জানুয়ারি উপলক্ষে পালন করা হয়৷

Show More

Related Articles

Back to top button