Barak Valley
করিমগঞ্জে খাবার নিম্ন মানের, অভিযোগ ভোট কর্মীদের
করিমগঞ্জ : করিমগঞ্জ কলেজের মাঠে ভোট কর্মীদের নিম্ন মানের খাওয়া পরিবেশন করা হচ্ছে বলে ভোট কর্মীদের অভিযোগ৷ EVM Machine, VV Pat সহ ভোট সংক্রান্ত সকল সামগ্রী নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার আগে ভোট কর্মীদের খাওয়ার ব্যবস্থা করে থাকে নির্বাচন কমিশন৷ এবারও ঠিকা ভিত্তিক ক্যান্টেন কয়েকজনকে দেওয়া হয়েছে৷ বৃহস্পতিবার ভোট কর্মীরা যখন তাদের টোকেন নিয়ে খেতে যান, তখন অনেকেই না খেয়ে চলে গেছেন৷ আবার অনেকেই খেতে বসে আধাপেট খেতে চলে যান৷ কেন না দুপুর ১টা নাগাদ ক্যান্টেনে খাওয়ার ছিল না৷ ভাত, ডাল, সবজি নেই৷ এছাড়া খাবর একদম নিম্নমানের ছিল৷ ভোট কর্মীরা জানান, ঠিকাদাররা যেন তেন করে খাবার দিয়ে বেশি মুনাফা করতে চান৷ কিন্তু এসব ঘটনা কোনো নতুন নয়, প্রতিবার নির্বাচনে এমন ঘটনা ঘটে৷ এর কোন বিচার হয় না বলে ভোট কর্মীদের অভিযোগ৷