করিমগঞ্জে ঘন ঘন লোডশেডিং, এসডিওকে ঘেরাও যুব কংগ্রেসের
করিমগঞ্জ : প্রচন্ড গরমে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং চলছে করিমগঞ্জে৷ এ নিয়ে সরব হয়েছে যুব কংগ্রেস৷ মঙ্গলবার সন্দীপ নন্দীর নেতৃত্বে যুব কংগ্রেসিরা ঘেরাও করেন বিভাগীয় SDO-কে৷ মাত্রাতিরিক্ত লোডশেডিঙের প্রতিবাদে তারা উত্তপ্ত করে তোলেন গোটা কার্যালয় চত্বর৷ নিন্দা জানান আসাম রাজ্য সরকারের ভূমিকারও৷
সন্দীপ বলেন, নির্বাচনের আগে ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছিল BJP. কিন্তু নির্বাচনে জয়ী হয়ে প্রতিশ্রুতি বেমালুম ভুলে গেছে শাসকদল৷ এখন উপাধ্যক্ষ রাজ্যবাসীকে গাছের নিচে বসার নিদান দিচ্ছেন৷ ঝড়-বৃষ্টি ছাড়াই ঘন্টার পর ঘন্টা লোডশেডিং চলছে করিমগঞ্জে৷ অতিসত্বর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে হুমকি দেন সন্দীপ৷ এদিন প্রতিবাদী কর্মসূচিতে অন্যদের মধ্যে ছিলেন করণ দাসপুরকায়স্থ, শ্রীদীপ ভট্টাচার্য, আব্দুল হালিম তাপাদার, সুপায়ন তরাত প্রমুখ৷