Barak ValleyEducation

করিমগঞ্জ কলেজের সমস্যা সমাধানে অধ্যক্ষকে স্মারকপত্র ABVP-র

করিমগঞ্জ : ঐতিহ্যবাহী করিমগঞ্জ কলেজের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে টাকা খরচ করে বছরব্যাপী অনুষ্ঠান করা হয়েছে৷ কিন্তু কলেজের পরিকাঠামোগত উন্নয়ন নেই৷ এই অভিযোগ করেছে ABVP.

পরিষদের অভিযোগ, Boys & Girls common room-র আসবাবপত্র সহ Girls Toilet-র অবস্থা শোচনীয়৷ Boys & Girls common room-র চাহিদা অনুযায়ী বসার ব্যবস্থা নেই৷ এসব সমস্যা সামাধানের দাবিতে ABVP-র college unit থেকে মঙ্গলবার অধ্যক্ষ ড. রামানুজ চক্রবর্তীর হাতে এক স্মারকপত্র তুলে দেওয়া হয়৷

স্মারকপত্রে আরো সমস্যার উল্লেখ রয়েছে৷ ABVP-র পক্ষ থেকে college-এ indoor sports সামগ্রীর অপ্রতুলতার কথাও এতে বলা হয়েছে৷

স্মারকপত্র গ্রহণ করে অধ্যক্ষ ড. রামানুজ চক্রবর্তী সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন৷ উপস্থিত ছিলেন সভাপতি রাজবীর সোম, সহ-সম্পাদক সুবর্ণ চক্রবর্তী সহ অন্যরা৷

Show More

Related Articles

Back to top button