Updates

করিমগঞ্জে জলকর ও মীন মহাল বন্দোবস্তের দরপত্রের আহ্বান

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার কাকাড়া নদী, সিঙ্গারিয়া কাবলিকোণো এবং গান্ধীবিলের জলকর ও মীন মহাল ৭ বছরের বন্দোবস্তের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে৷ করিমগঞ্জের জেলাশাসক দরপত্র সংক্রান্ত এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন, দরপত্র আগামী ২৮ নভেম্বর বেলা ২টা পর্যন্ত জেলাশাসক কার্যালয় খোলা থাকাকালীন সময়ে নির্ধারিত বাক্সে জমা দিতে হবে৷

নির্ধারিত সময়ের পর কোনও দরপত্র গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে৷ বিস্তারিত বিবরণ জেলাশাসক কার্যালয়ের নোটিশ বোর্ডে এবং অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে৷

Show More

Related Articles

Back to top button