করিমগঞ্জে পরিবহণ বিভাগের অভিযান আটক ৩৫টি অটো সহ ই-রিকশা
করিমগঞ্জ : মোটর ভেহিকল অ্যাক্ট অমান্য করে করিমগঞ্জ শহরে দিব্যি চলছে কিছু যানবাহন৷ এর ফলে প্রতিদিন শহরে যেমন যানজটের সৃষ্টি হচ্ছে তেমনি বিপাকে পড়তে হচ্ছে জনসাধারণকে৷ আইন অমান্যকারী ওইসব যানবাহনের বিরুদ্ধে রবিবার এনফোর্সমেন্ট বিভাগ অভিযানে নামে৷ করিমগঞ্জ পৌর এলাকায় ওই অভিযানে এনফোর্সমেন্ট বিভাগের সঙ্গে সহযোগিতায় ছিল ট্রাফিক পুলিশ৷ উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ডিটিও সাহাব উদ্দিন তাপাদার৷
এদিনের অভিযানে মোট ৩৫টি অটো ও ই-রিকশা আটক করা হয়৷ শহরে ট্রাফিক সমস্যা সৃষ্টির জন্য এই বাহনগুলোকে আটক করে এনফোর্সমেন্ট বিভাগ৷ করিমগঞ্জ শহরে যানজটের জন্য ই-রিক্সাকে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে৷ ই-রিক্সা চলাচল নিয়ন্ত্রণে পৌরসভার তরফে পুলিশ সুপারের হস্তক্ষেপ চাওয়া হয়৷ শহর থেকে অটো ও ই-রিক্সা স্ট্যান্ড সরিয়ে নিতে জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠকও হয়৷ কিন্তু পরবর্তীতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি৷ রবিবার পরিবহণ বিভাগের অভিযানকে স্বাগত জানিয়েছেন শহরবাসী৷