Barak Valley

করিমগঞ্জে পানীয় জলের তীব্র সঙ্কট

করিমগঞ্জ : করিমগঞ্জ শহর জুড়ে পানীয় জলের তীব্র সঙ্কট নিয়ে শুক্রবার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের চিফ ইঞ্জিনিয়ার এবং সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ এদিন তিনি বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে শহরের পানীয় জলের সমস্যা শীঘ্রই সমধানের পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন৷

বিধায়ক জানিয়েছেন, লঙ্গাই জল সরবরাহ প্ল্যান্টের অবস্থা খুবই শোচনীয়৷ এই প্ল্যান্টের প্রয়োজনীয় সংস্কার সহ নতুন প্ল্যান্ট তৈরি নিয়ে বিভাগের শীর্ষ কর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন৷ বিধায়ক বলেন, শহরের মানুষের জলের সমস্যা নিয়ে তিনি বিস্তারিত তথ্য তাদের সামনে তুলে ধরলে তাঁরা শীঘ্রই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন৷

গোটা শহরে চলছে তীব্র জল সঙ্কট৷ নিয়মিত জল সরবরাহ হচ্ছে না৷ বিধায়ক কমলাক্ষ জানান, শীঘ্রই নতুন প্ল্যান্টের কাজ শুরু করতে তিনি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন৷ তিনি আরও বলেন, শিলচরে রাজ্য মন্ত্রীসভার বৈঠক শেষে করিমগঞ্জ শহরে জলের সমস্যা সমাধানে নতুন প্ল্যান্টের জন্য ৫৫ কোটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ ওই অর্থ মঞ্জুর সহ দ্রুত কাজ শুরু করার দাবি জানিয়েছেন তিনি৷

Show More

Related Articles

Back to top button