Barak ValleyAssam
করিমগঞ্জে পুনর্নির্বাচন হলে আপত্তি নেই হিমন্তের
গুয়াহাটি : EVM অসঙ্গতির জন্য করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচন চেয়েছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী এবং দলের দুই জেলার নেতৃত্ব৷ তবে এ নিয়ে একটুও হেলদোল নেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার৷ মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেছেন, পুনর্নির্বাচন নিয়ে আপত্তি নেই৷ যদি করিমগঞ্জ কেন্দ্রে ফের ভোট হয়, তাহলে সেটা হবে কতটা উপ-নির্বাচনের মতো৷ তখন আরও বেশি ভোটে জিতবে বিজেপি৷
মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুনর্নির্বাচন, গণনা তাঁর এক্তিয়ারে নেই৷ হাফিজ চৌধুরী ইলেকশন পিটিশন দাখিল করলে আদালত যা বলবে তা মানতে সবাই বাধ্য৷