Barak Valley

বিরোধীদের কন্ঠরোধ হচ্ছে : করিমগঞ্জ কংগ্রেস

করিমগঞ্জ : রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজকে ঘিরে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে একদিকে একজোট হয়ে সরব হয়েছেন বিরোধীরা৷ অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ-বিক্ষোভে নেমেছেন কংগ্রেস কর্মীরা৷ বুধবার ফের করিমগঞ্জ কংগ্রেসের তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ বিজেপি শাসনে যেভাবে একনায়কতন্ত্র চলছে তা ভারতের মতো সর্ববৃহৎ গণতান্ত্রিক শাসনব্যবস্থার এক অশনি সংকেত বলে মন্তব্য করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী৷

এ দিন করিমগঞ্জ আম্বেদকর পার্কে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেসিরা৷ দলের বিভিন্ন স্তরের কর্মীরা হাতে প্ল্যা-কার্ড, ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন৷ প্রতিবাদী কার্যসূচিতে অংশ নিয়ে কংগ্রেসীরা কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন৷ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, বিরোধীদের কন্ঠরোধ করে দেওয়া হচ্ছে মোদীর শাসনাবস্থায়৷ রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে কেন্দ্রীয় সরকার বিরোধীদের মনোবল ভেঙে ফেলার অপপ্রয়াস সফল হবে না, মন্তব্য করেন রজতবাবু৷ একশ্রেণির বিরোধী নেতাদের অভিযোগ অনুযায়ী রাহুল গান্ধী যদি রাজনীতিতে অপরিপক্ক হন তা হলে তা নিয়ে প্রধানমন্ত্রী বা অমিত সাহুর মাথাব্যথা কেন? তবে সাংসদ পদ খারিজের বিষয়টি কংগ্রেস ছেড়ে দেবে না এবং ধারাবাহিক আন্দোলন চলবে বলে জানিয়ে দেন রজত চক্রবর্তী৷ উপস্থিত ছিলেন শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ, প্রদীপ কুরি, আব্দুল আহাদ প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button