Barak Valley
করিমগঞ্জে পুরোহিত প্রশিক্ষণ কর্মশালা
করিমগঞ্জ : দুর্গাপূজা আসন্ন৷ এজন্য ব্যস্ততা বেড়েছে পুরোহিতদের৷ সুন্দরভাবে পুজো করার জন্য শনিবার পুরোহিতদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা করল পুরোহিত সম্মিলনী৷ টাউন কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক প্রভাসানন্দজি মহারাজ৷ সঙ্গে ছিলেন রথীন্দ্র কুমার অধ্যাপক ও সম্মিলনীর শহর মন্ডল সভাপতি কেদার চক্রবর্তী৷
এদিন পুরোহিত প্রশিক্ষণ প্রক্রিয়ায় দেবীর বোধন, আমন্ত্রণ, অধিবাস, ষষ্ঠীপূজা সমাপন, নবপত্রিকা বাঁধন, সপ্তমী-অষ্টমীর মহাস্নান, নবমীতে চন্ডীপাঠ নিয়ে আলোচনা করেন কিশলয় চক্রবর্তী, রামকৃষ্ণ চক্রবর্তী, অনিমেষ চক্রবর্তী, সজল ভট্টাচার্য প্রমুখ৷ শনিবার বিকেলে এই কার্যসূচি শেষে অনুষ্ঠিত হয় পুরোহিত সম্মিলনীর বার্ষিক সাধারণ সভা৷ সম্পাদকের প্রতিবেদন পাঠ ও দাখিলের পর নতুন কমিটি গঠন করা হয়৷