Barak Valley

করিমগঞ্জে পূজা মন্ডপে অস্থায়ী বিদ্যুত্‍ সংযোগের জন্য অন্তত এক সপ্তাহ আগে আবেদন করতে আহ্বান

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জে দুর্গা পূজার জন্য পূজা মণ্ডপে অস্থায়ী বিদ্যুত্‍ সংযোগ নিতে পূজা কমিটি গুলিকে অন্তত এক সপ্তাহ আগে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে। আসাম বিদ্যুত্‍ বিতরণ কোম্পানি লিমিটেডের করিমগঞ্জ ইলেক্ট্রিক্যাল সাব ডিভিশনের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার করিমগঞ্জের পূজা কমিটিগুলির সচিবদেরকে লেখা এক পত্র যোগে পূজা মন্ডপে অস্থায়ী বিদ্যুত্‍ সংযোগের জন্য জনগণের সুরক্ষার খাতিরে সব ধরনের নিয়মাবলী ও সুরক্ষা বিধি মেনে চলতে এবং ছুটির দিন ছাড়া পূজার অন্তত এক সপ্তাহ আগে আবেদন করতে আহ্বান জানিয়েছেন।

এতে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট এলাকার ফিডার ম্যানেজাররা পূজা কমিটি গুলিকে বিদ্যুত্‍ সংযোগ নেওয়ার পদ্ধতি সম্পর্কে সহায়তা করবেন। পাশাপাশি পূজা কমিটিগুলিকে অস্থায়ী বিদ্যুত্‍ সংযোগের জন্য পূজা কমিটির স্বাক্ষরিত আবেদন পত্র এবং সরকারি অনুমোদিত বিদ্যুতের লাইসেন্স প্রাপ্ত ঠিকাদার অথবা সুপারভাইজারের প্রদান করা সঠিক লোডের পরিমাণ উল্লেখ করে টেস্ট রিপোর্ট জমা দিতে হবে। এতে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার প্রতিটি পূজা কমিটিকে অস্থায়ী বিদ্যুত্‍ সংযোগের নিয়মাবলী ও সুরক্ষা বিধি সম্পর্কে বিস্তারিত বিবরণ সম্বলিত পত্র প্রেরণ করে জনগণের সুরক্ষার খাতিরে তা মেনে চলতে আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে যে কোন সহায়তার জন্য সুমিত দেব, চলভাষ নম্বর-৮৮৭৬৩৭৪১৯৫ এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

Show More

Related Articles

Back to top button