করিমগঞ্জে বিশাল ইয়ুথ জোড়ো যাত্রা
করিমগঞ্জ : বিশাল কর্মী সমর্থকদের অংশগ্রহণে কংগ্রেসের ইয়ুথ জোড়ো যাত্রা অনুষ্ঠিত হল করিমগঞ্জে৷ সেনকো পেট্রোল পাম্প থেকে যাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গঙ্গা ভান্ডারের সামনে শেষ হয়৷ প্রদেশ কংগ্রেস কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ, রকিবুল হুসেন, অজিত সিং, আবুসালেহ নজমুদ্দিন, জুবের এনাম, ডেভিড ফুকন, স্মৃতিরঞ্জন লেঙ্কা, জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ অন্যরা যোগদান করেন৷
ইয়ুথ জোড়ো যাত্রায় মানুষের অংশগ্রহণ পরিবর্তনের পূর্বভাস বলে মত ব্যক্ত করেন রকিবুল হুসেন৷ বলেন, ডিলিমিটেশন করে বরাকের ২টি আসন কর্তন করে মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন তার পাল্টা জবাব মানুষ আগামী নির্বাচনে মানুষ দেবেন৷ তাছাড়া রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়ায় বরাকের যুবক-যুবতীদের বঞ্চিত করার প্রতিবাদে বিধায়ক কমলাক্ষ সহ কংগ্রেস নেতারা অবিরত আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷ সরকার পক্ষের তরফে আজও পরিসংখ্যান জনসমক্ষে তুলে ধরা হয়নি বলে জানান রকিবুল৷ বলেন, বিধানসভায় সরকারের কাজের সমালোচনা করায় কমলাক্ষের বিরুদ্ধে ভিজিল্যান্স লাগানো হয়েছে৷ তবে কংগ্রেসিরা যে ভয় করেন না তা ভালোভাবেই জানেন মুখ্যমন্ত্রী স্বয়ং বলে মত ব্যক্ত করেন রকিবুল৷