করিমগঞ্জে বিশ্ব সিলেটি গ্রুপের অনুষ্ঠান

করিমগঞ্জ : গত ৮ সেপ্টেম্বর বিশ্ব সিলেটি পরিষদ গ্রুপের করিমগঞ্জ জেলার সদস্যদের ব্যবস্থাপনায় স্থানীয় একটি বিবাহ বাসরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে উপস্থিত ছিলেন শিলচর বিশ্ব সিলেটি পরিষদ গ্রুপের কর্তা তন্ময় চক্রবর্তী, সহ সমন্বয় প্রমুখ রমলা চক্রবর্তী, শুভ্রা ভট্টাচার্য, গোপাল দাস, নিলাক্ষী সেন, অনামিকা চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক মিহির দেবনাথ ও রবীন্দ্রসদন মহিলা কলেজের অধ্যাপিকা তনুশ্রী ঘোষ সহ বিশিষ্টজনেরা৷
গ্রুপের উপদেষ্টা-বিশিষ্ট ব্যক্তিত্ব সুব্রত দাসের পৌরোহিত্যে সভায় গোটা অনুষ্ঠান পরিচালনা করেন শুভঙ্কর দাস৷ উল্লেখ্য, এই গ্রুপের সূচনা হয় ২০২২ সালের ২ অক্টোবর৷ বর্তমানে করিমগঞ্জ জেলার মোট সদস্য ৬৭৪৷ এদিনের অনুষ্ঠানে প্রায় অর্ধেক সদস্য উপস্থিত ছিলেন৷ পরে মঞ্চে উপবিষ্ট প্রত্যেক বক্তা তাঁদের ভাষণে সিলেটি ভাষা, গান সহ বিভিন্ন ধরনের সিলেটি সংস্কৃতির বিস্তার নাভের উদ্দেশ্য নিয়ে বিশদ আলোচনা করেন৷ শেষে গ্রুপ সদস্যা তুষ্টি ভট্টাচার্য পুরকায়স্থের সমবেত দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভার প্রথম পর্বের সমাপ্তি হয়৷
অনুষ্ঠানের ২য় পর্যায়ে জনগণকে ঠগবাজদের কাছ থেকে যাতে প্রতারিত না হতে হয়, সেই উদ্দেশ্যে দক্ষ নাট্য অভিনেতা গোপাল দাস, তন্ময় চক্রবর্তী, রমলা চক্রবর্তী সহ অন্যদের অভিনয়ে একটি নাটকের ভিডিও দৃশ্য ধারণ করা হয়৷ সবশেষে সমবেত ধামাইল নৃত্য পরিবেশনের মাধ্যমে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়৷