করিমগঞ্জে বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি

জনসংযোগ, করিমগঞ্জ : ৭-নম্বর করিমগঞ্জ লোকসভা আসনটি পূরণ করার উদ্দেশ্যে একজন সদস্য নির্বাচন করতে ২৮ মার্চ বৃহস্পতিবার করিমগঞ্জে নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে ৭-নম্বর করিমগঞ্জ লোকসভা নির্বাচন কেন্দ্রের রিটার্নিং অফিসার ও জেলা আয়ুক্ত ওই নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী অথবা তার যেকোন প্রস্তাবক রিটার্নিং অফিসার অথবা লক্ষী নন্দন সহরিয়া মুখ্য কার্যবাহী আধিকারিক, করিমগঞ্জ জেলা পরিষদ ও সহকারি রিটার্নিং অফিসারের কাছে জেলা আয়ুক্ত কার্যালয়ের দ্বিতলে থাকা জেলা আয়ুক্তের কক্ষে ২৮ মার্চ থেকে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৩ টার মধ্যে আগামী ৪ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।
মনোনয়ন পত্রের ফর্ম ওই একই স্থানে ও সময়ের মধ্যে পাওয়া যাবে।
মনোনয়ন পত্রগুলি আগামী ৫ এপ্রিল, শুক্রবার সকাল ১১ টা থেকে জেলা আয়ুক্তের কার্যালয় কক্ষে পরীক্ষা করা হবে। এতে আগামী ৮ এপ্রিল বিকাল ৩ টার মধ্যে প্রার্থীত্ব প্রত্যাহারের জন্য রিটার্নিং অফিসারের কাছে নোটিশ দাখিল করা যাবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হলে আগামী ২৬ এপ্রিল, শুক্রবার সকাল ৭ টা থেকে বিকাল ৫ টার মধ্যে ভোট গ্রহণ করা হবে বলে রিটার্নিং অফিসার বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।