করিমগঞ্জে ভক্তিভরে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালিত
করিমগঞ্জ : ত্রিকালদর্শী শ্রীশ্রী লোকনাথ বাবার ১৩৪তম তিরোধান দিবস উৎসব উপলক্ষে করিমগঞ্জের মন্দিরে মন্দিরে লোকনাথ বাবার পুজোর আয়োজন করা হয়েছে৷ রবিবার সকাল থেকেই সুভাষনগর লোকনাথ বাবার মন্দিরে উপচে পড়া ভিড়৷ ছোট থেকে বড়, পুরুষ-মহিলা সবাই অঞ্জলি নিতে ব্যস্ত দেখা যায়৷ মন্দির চত্বরে সারিবদ্ধভাবে মহিলা, পুরুষ, যুবক-যুবতীদেরকে মাটির প্রদীপ ও ধূপ কাঠি জ্বালাতে দেখা যায়৷ দুপুরবেলা ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়৷ তিরোধান উপলক্ষে সুভাষনগর মন্দিরে সন্ধ্যায় এক ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
এদিন টাউন কালিবাড়ি, মদনমোহন আখড়ার দুর্গা মণ্ডপ, লঙ্গাই লোকনাথ মন্দিরে ত্রিকালদর্শী শ্রীশ্রী লোকনাথ বাবার ১৩৪তম তিরোধান দিবস উৎসব উপলক্ষে পুজোর আয়োজন করা হয়েছে৷ মদনমোহন আখড়ার পুজা কমিটি জানায়, গত কয়েকদিন থেকে মদনমোহন এলাকায় জলমগ্ন৷ এখনও রাস্তায় জল রয়েছে৷ এই পরিস্তিতে পুজা আয়োজন নিয়ে অনেক সংশয় ছিল৷ অবশেষে বাবার কৃপায় পূজার আয়োজন করা সম্ভব হয়েছে৷ দুপুর মহাপ্রসাদ বিতরণ করা হয়৷ এছাড়া সন্ধ্যায় এক ধর্ম সভার আয়োজন করা হয়৷