করিমগঞ্জে ভারত বিকাশ পরিষদের বিকলাঙ্গ শিবির
করিমগঞ্জ : ভারত বিকাশ পরিষদের ৩৫তম বিকলাঙ্গ শিবির অনুষ্ঠিত হয় রবিবার৷ করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণে আয়োজিত শিবিরে বিভিন্ন স্থান থেকে আসা রোগীদের পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়৷ আগামী শিবিরে কৃত্রিম অঙ্গ ব্যবহার করা হবে বলে জানান ভারত বিকাশ পরিষদের করিমগঞ্জ জেলা সম্পাদক নন্দকিশোর বণিক৷ অস্থিরোগ বিশেষজ্ঞ ডাঃ সুজিতকুমার নন্দী পুরকায়স্থ এবং ডাঃ টি কে বণিক শিবিরে রোগীদের পরীক্ষা করেন৷ চিকিৎসকদের সহায়তা করেন ফিজিওথেরাপিস্ট বিসি পান্ডা ও বিশাল দে৷ শিবিরে বরাকের বিভিন্ন স্থান থেকে আসা ৪১ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে পরীক্ষা করেন ডাঃ সুজিতকুমার নন্দী পুরকায়স্থ৷ বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে ২৬ জনকে কৃত্রিম অঙ্গ আগামী শিবিরে বিনামূল্যে প্রদান করা হবে৷ বাকিদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে পরিষদের পক্ষ থেকে৷
শিবিরে রিজিওনাল সাধারণ সম্পাদক ড. জগদিন্দু দে, রিজিওনাল অর্থ সচিব কৌশিক দে, রিজিওনাল সম্পাদক সংস্কার বিশ্বজ্যোতি দে, করিমগঞ্জ জেলা সভাপতি নেপাল কৃষ্ণ ধর, জেলা সম্পাদক নন্দকিশোর বণিক, কোষাধ্যক্ষ মান্না দাস, আহ্বায়ক অনুপ কুমার বণিক প্রমুখ উপস্থিত ছিলেন৷