Barak Valley

করিমগঞ্জে ভোটকর্মীদের প্রশিক্ষণ ২৮-৩০শে

জনসংযোগ, করিমগঞ্জ : ২৮ ও ৩০ মার্চ ভোট গ্রহণ কর্মীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত করিমগঞ্জে৷ লোকসভা নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে৷ জেলার ১০টি শিবিরে প্রশিক্ষণ পর্ব সম্পন্ন হবে৷ প্রশিক্ষণ শুরু হবে সকাল ১০টায়৷ চলবে বিকাল ৪:৩০টা পর্যন্ত৷ ১ম শিফট ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে৷ ২য় শিফট শুরু হবে বেলা ১:৩০ মিনিটে৷ জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিক মৃদুল কুমার যাদব প্রশিক্ষণ শিবির সফল করে তোলার জন্য শুক্রবার সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ জারি করেছেন৷

ওই দু’দিন জেলার করিমগঞ্জ সদর, রামকৃষ্ণনগর, পাথারকান্দি ও নিলামবাজার রাজস্ব চক্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভোট গ্রহণ কর্মীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে৷ করিমগঞ্জ সদরে রবীন্দ্রসদন মহিলা কলেজ, সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এমএমএমসি স্কুল ও নীলমণি স্কুলে অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ৷ রামকৃষ্ণনগরে রামকৃষ্ণনগর কলেজ ও আনিপুর নারায়ণনাথ এইচ এস স্কুলে চলবে শিবির৷ পাথারকান্দির প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুল ও পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে বসবে শিবির৷ নিলামবাজার সার্কলে নিলামবাজার কলেজ ও বারইগ্রাম জফরগড় এক্সটেন্ডেড এইচ এস স্কুলে আয়োজন করা হয়েছে প্রশিক্ষণ শিবিরের৷ এতে সংশ্লিষ্ট সবার উপস্থিতি বাধ্যতামূলক বলে জানানো হয়েছে৷

Show More

Related Articles

Back to top button