করিমগঞ্জে মনোনয়ন পত্র পেশ SUCI প্রার্থী প্রোজ্জ্বলের
করিমগঞ্জ : SUCI(C) দলের করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রোজ্জ্বল সুদীপ দেব করিমগঞ্জ লোকসভা সমষ্টির রিটার্নিং অফিসারের কাছে প্রথম প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেন শনিবার৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সঙ্গে ছিলেন দলের করিমগঞ্জ জেলা সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য অরুণাংশু ভট্টাচার্য, করিমগঞ্জ জেলা কমিটির প্রবীণ সদস্য পরিমল চক্রবর্তী, হাইলাকান্দি জেলা কমিটির সদস্য সুশীল পাল ও অজয় চৌধুরী৷ দুপুর ১টায় দলের মেন রোডস্থিত জেলা কার্যালয় থেকে সুসজ্জিত মিছিল শহরের রাজপথ শ্লোগানে মুখরিত করে জেলা আয়ুক্তের কার্যালয়ে গিয়ে উপস্থিত হয়৷ মিছিলে অংশগ্রহণ করেন দলের করিমগঞ্জ জেলা কমিটির প্রবীণ সদস্য তুষার দাস, বিষ্ণু দত্ত পুরকায়স্থ, বিনয় হালাম, আব্দুর রহিম, সুজিত কুমার পাল, মৃণাল সিনহা প্রমুখ৷ এদিন মনোনয়ন পেশ করে প্রার্থী প্রোজ্জ্বল সুদীপ দেব আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে জনগণের প্রতি আহ্বান জানান৷
উল্লেখ্য, শনিবার করিমগঞ্জে মোট দু’টি মনোনয়নপত্র জমা পড়েছে৷ SUCI ছাড়াও এক নির্দল প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন৷