Barak Valley

করিমগঞ্জে মন্দিরের পাশে গো-মাংস উদ্ধার

করিমগঞ্জ : গো-মাংস উদ্ধারের ঘটনায় উত্তপ্ত করিমগঞ্জ শহরের বনমালি এলাকা৷ করিমগঞ্জ সদর থানা থেকে ২০০ মিটার দূরে থাকা এক শনি মন্দিরের সামনে ও রাস্তার পাশে পশুর মাংস ছড়িয়ে ছিটিয়ে রাখার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

জানা গেছে, শনিবার ভোরে বনমালির শনি মন্দিরের সামনে গো-মাংস দেখতে পান স্থানীয় নাগরিকরা৷ খবর পেয়ে এলাকার পৌর কমিশনার সহ বহু লোক সেখানে জড়ো হন৷ কিছুক্ষণ পর এলাকার অন্যান্য দিকেও একইভাবে মাংস পড়ে থাকার খবর আসে৷ ঘটনাটি জানানোর পর সদর থানার পুলিশ এসে মাংসগুলো সেখান থেকে তুলে নিয়ে যায়৷

এলাকার বিশিষ্ট নাগরিক অভিজিৎ রায়, RSS-র বিজয় পাল, পৌর কমিশনার ধীমান রায় সহ অন্যান্যরা জানান হিন্দু অধ্যুষিত এলাকায় এধরনের কান্ড এর আগে কখনও ঘটেনি৷ রাতের আঁধারে কোন দুষ্কৃতী হয়তো এলাকায় উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যে এই ঘটনা সংঘটিত করেছে বলে অভিযোগ৷

এদিকে, পুলিশ সূত্রে খবরে প্রকাশ গো-মাংস কী না পরীক্ষার পর জানা যাবে৷ কুকুর-শেয়ালের দল হয়তো এই মাংস এখানে নিয়ে এসেছে৷ তবে ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন তারা৷

Show More

Related Articles

Back to top button