করিমগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন সংগঠনের একুশ পালন
করিমগঞ্জ : ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল ছাত্র সংগঠন AIDSO, যুব সংগঠন AIDYO এবং মহিলা সংগঠন AIMSS-র করিমগঞ্জ জেলা কমিটি৷
এদিন সকাল ৯টায় শহরে অস্থায়ী শহিদ স্থাপন করে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন SUCI (C) দলের জেলা সম্পাদক কমরেড অরুণাংশু ভট্টাচার্য, প্রবীণ সদস্য কমরেড পরিমল চক্রবর্তী ও কমরেড তুষার দাস৷ এছাড়াও ছাত্র সংগঠনের কর্মী সংগঠক ও সমর্থকরা৷ এরপর সন্ধ্যা ৬টায় স্টেশন রোড হাই মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন AIDYO-র জেলা সম্পাদক মন্টু কোহার৷ আলোচনা সভায় বক্তব্য রাখেন AIDSO-র আসাম রাজ্য সভাপতি প্রজ্বল দেব৷
তিনি বলেন, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি আমাদের কাছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন৷ এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় ৫টি তরতাজা প্রাণ আত্মাহুতি দিয়েছিল৷ ঠিক একই দৃষ্টিভঙ্গির ভিত্তিতেই অসমের বরাক উপত্যকায় রক্ত ঝরানো দু’টি পবিত্র দিন ১৯শে মে ও ২১শে জুলাই উদযাপন করা হয়৷
এছাড়াও বক্তব্য রাখেন রাজ্য সহ-সভাপতি শিখা ভট্টাচার্য, সভার শুরুতে উদ্দেশ্য ব্যখ্যা করেন AIDSO-র জেলা সভাপতি সুজিৎ কুমার পাল৷ উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে সভার সূচনা করা হয়৷ আলোচনা সভা শেষে নৃত্য পরিবেশন করেন অনুরাধা রায়, সংগীত পরিবেশন করেন শিল্পী সুরজ কুরি ও দিপীকা নাথ৷ সমস্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা সম্পাদিকা সঞ্চিতা শুক্ল৷