Barak Valley

করিমগঞ্জে শুরু ৩ দিনের অসমী ভোগালি মেলা, রয়েছে ৩০টি স্টল

করিমগঞ্জ : অসম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের অধীনস্থ আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের উৎপাদিত সামগ্রী প্রদর্শন ও প্রচারের লক্ষ্যে অসমী ভোগালি মেলার উদ্বোধন হয়েছে বুধবার৷ শহরের ডাকবাংলো রোডে অবস্থিত প্রশান্তি লজে ৩ দিন ব্যাপী অসমী ভোগালি মেলার ফিতা কেটে আনু্ষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব৷ করিমগঞ্জ জেলার আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের উৎপাদিত সামগ্রী প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা এবং সামগ্রীর প্রচারের লক্ষ্যে ১০-১২ জানুয়ারি ৩ দিন ব্যাপী শহরের ডাকবাংলো রোডের প্রশান্তি লজে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে৷ অসম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের করিমগঞ্জ জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই মেলার ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব এবং অতিরিক্ত জেলাশাসক রুথ লিয়ানথাং৷

জেলা আয়ুক্ত বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে মকর সংক্রান্তি পালিত হয়৷ মকর সংক্রান্তির আগে অসমী ভোগালি মেলা অনুষ্ঠিত হচ্ছে করিমগঞ্জে৷ বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠীর কর্মীরা মেলায় হাতে তৈরি পিঠে পুলি নিয়ে এসেছেন৷ সাধারণ মানুষ মেলায় এসে পিঠে ক্রয় করতে পারবেন বলে জানান তিনি৷ বলেন, অনেকে কর্মব্যস্ততার জন্য পিঠে তৈরি করতে পারেন না৷ ফলে মেলা থেকে পিঠে ক্রয় করে নিয়ে গেলে মকর সংক্রান্তি উপভোগ করতে পারেন বলে মত ব্যক্ত করেন জেলা আয়ুক্ত৷ তিনি আরও বলেন, বিগত বছরে অসমী মেলা থেকে প্রায় ২/৩ লক্ষ টাকা মুনাফা হয়েছিল৷ বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠীর তৈরি সামগ্রী ক্রয় করেছেন সাধারণ মানুষ৷ এবারও প্রায় ৩০টি মেলায় অংশ নিয়েছে৷ এতে মুনাফা হবে বলে আশা ব্যক্ত করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব৷ এবারের অসমী ভোগালি মেলায় সবার উপস্থিতি কামনা করেন গ্রামীণ জীবিকা মিশনের প্রকল্প সঞ্চালক সহ আধিকারিক ও প্রশান্তি লজের তত্ত্বাবধায়ক আশিস দাসপুরকায়স্থ৷

Show More

Related Articles

Back to top button