SportsBarak Valley
করিমগঞ্জে শেষ হল খেল মহারণ
করিমগঞ্জ : করিমগঞ্জে খেল মহারণের জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষ হল শনিবার৷ দু’দিনের এই আসরে ফুটবল অনুষ্ঠিত হয় নীলমণি হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে৷ ভলিবল হয় করিমগঞ্জ কলেজ ময়দানে৷ কবাডি, খোখো এবং অ্যাথলেটিক্স আয়োজন করা হয় সরকারি স্কুলের মাঠে৷ রাতে ফ্লাড লাইটে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়৷