Barak Valley

করিমগঞ্জে ২,০৬,৮০৫ শিশুকে পোলিও প্রতিষেধক

করিমগঞ্জ : ২০১১ সাল থেকে ভারত পোলিওমুক্ত অবস্থায় রয়েছে৷ কিন্তু আফগানিস্তান ও পাকিস্তানে বন্য পোলিও ভাইরাস সংক্রমণ চলছে৷ যা ভারতকে পোলিও ভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকির মধ্যে ফেলেছে৷ এই কারনে, কেন্দ্র সরকার থেকে সারা দেশে নিয়মিত পোলিও অভিযান পরিচালনা করা হচ্ছে৷ এতে করিমগঞ্জ জেলাকে ২০২৩ সালের ডিসেম্বরের উপ-জাতীয় প্রতিষেধক অভিযানের জন্য অসমের ১৯টি জেলার মধ্যে ১টি হিসাবে বেছে নেওয়া হয়৷

এতে অন্য নির্বাচিত জেলার সঙ্গে করিমগঞ্জে ১০-১২ ডিসেম্বর পর্যন্ত ০-৫ বছর বয়সের শিশুদের পালস পোলিও প্রতিষেধক ড্রপ দেওয়া হয়েছে৷ ১০ ডিসেম্বর বুথ দিবস ছিল৷ যেখানে শিশুদের জেলাজুড়ে টিকা দেওয়ার জন্য নির্ধারিত বুথে আনা হয়৷ পরবর্তী দু’দিন ১১ ও ১২ ডিসেম্বর স্বাস্থ্য কর্মীদের দ্বারা বাড়ি বাড়ি পরিদর্শন করা হয়৷ সুবিধাভোগীদের পর্যাপ্ত প্রতিষেধক প্রদানের জন্য জেলা জুড়ে Bus Stop, Rail Station, বাজার এলাকা ইত্যাদি সহ বিভিন্ন পরিবহণ ট্রানজিট পয়েন্ট গুলোতেও ট্রানজিট বুথ বরাদ্দ করা হয়৷

বিশেষভাবে, বদরপুর ঘাটে rail track-র কাছে অবস্থান করা একদল পরিযায়ী লোককে বানজারা হাট বলে চিহ্নিত করা হয়৷ এই দলটি আগে টিকা নিতে অস্বীকার করে৷ যার ফলে তাদের টিকা দেওয়ার জন্য বোঝানো এবং অনুপ্রাণিত করার জন্য একটি বিশেষ দল পাঠানো হয়৷ দলটি সফলভাবে তাদের বোঝায় এবং সেই নির্দিষ্ট এলাকায় ১৮ শিশুকে টিকা দেওয়া হয়৷ এতে করিমগঞ্জ জেলায় পোলিও ড্রপ খাওয়ানোর জন্য ০-৫ বছর বয়সী সুবিধাভোগীদের লক্ষ্যমাত্রা ছিল ২০৭৭২১ এবং সফলভাবে ২০৬৮০৫ জন শিশুকে পোলিও ড্রপ খাওয়ানো হয়েছে৷ যা ৯৯% বলে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার জানিয়েছেন৷

Show More

Related Articles

Back to top button