Barak Valley
করিমগঞ্জে NSUI-র বিজয় মিছিল আটকে দিল পুলিশ
করিমগঞ্জ : NSUI-র বিজয় মিছিল আটকে দিয়েছে করিমগঞ্জ পুলিশ৷ বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ করিমগঞ্জ কলেজ থেকে নির্বাচিত সদস্যদের নিয়ে বিজয় মিছিল বের করে NSUI.কিন্তু কংগ্রেস অফিসের সামনে আসামাত্রই তাদের আটকে দেয় পুলিশ৷ অনুমতি না নিয়ে মিছিল বের করার জন্য আটকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ অন্যদিকে, শাসক দলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ এক বিধায়কের সচিবের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে NSUI.