Barak Valley

করিমগঞ্জ আজাদসাগর রোডে গলিপথের শিলান্যাস

করিমগঞ্জ : রবিবার বিকেলে শহরের ৪ নং ওয়ার্ডে আজাদ সাগর রোডে একটি রাস্তার কাজের শিলান্যাস করেন পৌরপতি রবীন্দ্র দেব, ASTC-র chairman মিশন রঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, মন্ডল বিজেপি সভাপতি কিশোর দে, ওয়ার্ড কমিশনার বর্ণালী দত্ত৷ শিলান্যাস পর্ব শেষে মন্ডল বিজেপি সহ সভাপতি শ্যামল চক্রবর্তীর বাড়িতে বহু লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, রাস্তার জন্য ৮ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ হয়েছে৷ এই কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার কোনও লভ্যাংশ নেবেন না৷ পরবর্তীতে আরও টাকার দরকার হলে সেটারও ব্যবস্থা করা হবে৷

সুব্রত বলেন, পৌরসভা নির্বাচনে দলের তরফে দেওয়া সব প্রতিশ্রতি অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে৷ ভগ্নদশায় থাকা আজাদ সাগরকে অমৃত সরোবর প্রকল্পের মাধ্যমে সুন্দর করা হয়েছে৷ এছাড়াও নানান কাজ হচ্ছে৷

ASTC-র chairman মিশন রঞ্জন দাস বলেন, এই রাস্তার কাজ কিছুটা বিলম্ব হয়েছে৷ এর আগে আরও ২টি রাস্তার কাজ হয়েছে ওয়ার্ডে৷ তিনি বলেন, পৌরসভা উল্লেখযোগ্য কাজ করছে৷ অতীতের বিভিন্ন পৌরবোর্ডের তুলনায় মাত্র দেড় বছরে বর্তমান বোর্ড রেকর্ড করেছে৷

পৌরপতি রবীন্দ্র দেব বলেন, এই রাস্তার কাজ নিয়ে অনেক কথা হয়েছে৷ সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি৷ শহর মন্ডল সভাপতি কিশোর দে পৌরসভা নির্বাচনের প্রাক্কালে সভা থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন৷ সেই সঙ্গে আগামীতে সবাই মিলে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শোনার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিশনার বর্ণালী দত্ত, শ্যামল চক্রবর্তী প্রমুখ৷ সভার শুরুতে উত্তরীয় দিয়ে অতিথি সহ অভ্যাগতদের বরণ করা হয়৷

Show More

Related Articles

Back to top button