Barak Valley

করিমগঞ্জ উইজডম কম্পিউটার সেন্টারে মহাকাশ বিজ্ঞানের বিষয়ে সচেতনতা সভা

আমির হোসেন, করিমগঞ্জ : করিমগঞ্জ উইজডম কম্পিউটার সেন্টার ও পরিবেশবিদ শ্যামল প্রসাদ চৌধুরীর যৌথ উদ্যোগে মহাকাশ বিজ্ঞান নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে চন্দ্রযান-৩ এবং আদিত্য এল-১ এর বিষয়ে একটি আলোচনা সভা এবং ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রবিবার। এদিন দুপুর ১২ টায় শুরু হয়ে আড়াইটা পর্যন্ত চলে প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্ৰহণ করে। আগামী ২৪ সেপ্টেম্বর রবিবার দুপুর সাড়ে বারোটায় ওই কম্পিউটার সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানে অংশগ্ৰহণকারী ছাত্র-ছাত্রীদের এবং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার এবং শংসাপত্র তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামল প্রসাদ চৌধুরী ও জন্মজিৎ ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, জুয়েল ভট্টাচার্য, রোহিত দাস, অরিন্দম দে, পিনাকী নাথ প্রমুখ।

Show More

Related Articles

Back to top button