Barak Valley

সড়কে ছিনতাইবাজের পেছনে দৌড়েও ব্যর্থ করিমগঞ্জ পুলিশ

করিমগঞ্জ : করিমগঞ্জে এক ছিনতাইবাজকে লক্ষ্য করে পুলিশের গুলি৷ যদিও লক্ষ্যভেদ হয়নি৷ বরাতজোরে প্রাণে বেঁচে পালাতে সক্ষম হয় সেই ছিনতাই বাজ৷ ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে৷ অবশ্য এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলেনি পুলিশ প্রশাসন৷

করিমগঞ্জ সহ গোটা বরাক উপত্যকায় ছিনতাইকারীর একটি চক্র সক্রিয়৷ মূলত ব্যংকগুলিকে টার্গেট করেছে এই চক্র৷ প্রায়ই টাকা হাতে ব্যাঙ্ক থেকে বেরিয়ে আসা গ্রাহকদের টাকার ব্যাগ, সোনার চেন ছিনিয়ে পালিয়ে যায় এই চক্রের সদস্যরা৷ একাধিক মামলা হয়েছে সদর থানায়৷ ফলে কয়েক মাস থেকে সব ব্যাঙ্কে সাদা পোশাকে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে৷ এসবিআই মেন ব্রাঞ্চেই এ ধরনের ঘটনা বেশি সংঘটিত হয়, ফলে নজরদারি বাড়ানো হয়েছে৷

বৃহস্পতিবার গ্রাহক সেজে আসা এক ছিনতাইকারীর উপর সন্দেহ হয় সাদা পোশাকে থাকা পুলিশের৷ কিছু সময় তার গতিবিধির ওপর নজর রাখেন সেই পুলিশ কর্মী৷ পরবর্তীতে সন্দেহ হলে ডেকে আনেন তাকে৷ জিজ্ঞাসাবাদ শুরু করতেই বিপদ আঁচ করতে পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন পুলিশ কর্মী৷ ছেলেটি রাজপথ ধরে দৌড়ে পালাতে থাকে৷ বাধ্য হয়ে পিছু ধাওয়া করতে শূন্যে গুলি চালায় পুলিশ৷ তবে যুবকটি না থেমে সহযোগীর বাইকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ ওদিকে পুলিশ বাইক নিয়ে পিছু ধাওয়া করলেও নাগাল পাননি৷ ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সহ সদর থানার পুলিশ কর্তারা স্টেট ব্যাঙ্কে ছুটে আসেন৷

এদিকে, গুলির শব্দে উপস্থিত সহ আশপাশের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়৷ ব্যাঙ্কের পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷ যদিও তদন্তের সার্থে কোন বিষয়ে মুখ খুলেনি প্রশাসন৷ ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Show More

Related Articles

Back to top button