Barak ValleyEducation

করিমগঞ্জ কলেজে পরীক্ষা ইউনিট রেস্ট্রিকশন তুলে দেওয়ার দাবিতে পরীক্ষা নিয়ন্ত্রককে চিঠি

করিমগঞ্জ : করিমগঞ্জ কলেজ বর্তমানে লোকসভা নির্বাচনের স্ট্রং রুম হিসাবে ব্যবহার করা হচ্ছে৷ ভোটগণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনে থাকবে কলেজ৷ কিন্তু কলেজটিকে স্ট্রং রুম বা ভোট গণনা কেন্দ্র হিসাবে ব্যবহারের ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে৷ এরই মধ্যে ডিগ্রি ৪র্থ ও ৬ষ্ট সেমিস্টার পরীক্ষা দরজায় করা নাড়ছে৷ এরকম পরিস্থিতিতে ইউনিট রেস্ট্রিকশন বা বাধ্যবাধকতা তুলে দেওয়ার আবেদন জানালেন কলেজ স্টুডেন্টস ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট শিবম দত্ত৷ আবি এক্সামিনেশন কন্ট্রোলার কাছে লিখিত এক স্মারকপত্রে শিবম দত্ত জানান, করিমগঞ্জ কলেজকে নির্বাচনী কাজে ব্যবহারের ফলে কলেজে নিয়মিত পাঠদান প্রক্রিয়া বন্ধ রয়েছে৷ এতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে৷ এক্সামের সিলেবাস এখনও কমপ্লিট হয় নি৷ যার ফলে ডিগ্রি ৪র্থ ও ৬ষ্ট সেমিস্টারের পড়ুয়ারা বিপাকে পড়েছেন৷ একইভাবে ৪ বছরের ইউ.জি.সি. ছাত্রছাত্রীরা মহাফ্যাঁসাদে৷ ছাত্রছাত্রীদের এই সমস্যার কথা বিবেচনা করে ইউনিট রেস্ট্রিকশন তুলে দেওয়ার জোরালো দাবি উত্থাপন করে শিবম দত্ত আবি-কে জানান, ইউনিট রেস্ট্রিকশন তুলে দিয়ে আসন্ন পরীক্ষার সিলেবাস যেকোন পাঠ থেকে ছাত্রছাত্রীদের উত্তর লেখার সুযোগ দেওয়া হলে পরীক্ষায় ভালো ফলাফলের যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷

Show More

Related Articles

Back to top button