Barak Valley
করিমগঞ্জ টাউন ক্লাবের হনুমান পূজায় ব্যাপক সাড়া

করিমগঞ্জ : প্রথমবারের মতো সংকটমোচন হনুমান পূজা করছে করিমগঞ্জ টাউন ক্লাব৷ স্থানীয় আম্বেদকর পার্কে অনুষ্ঠিত হয়েছে এই পূজা৷ প্রোজেশনের মাধ্যমে পাঁচ ফুট উচ্চতার প্রতিমা আনয়ন করেছেন ক্লাবের সদস্যরা৷
পুজোর দিন দুপুরবেলা সহস্রাধিক ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে৷ এমনকি পুজো শেষে নগর পরিক্রমার মাধ্যমে প্রতিমা নিরঞ্জন করা হয়েছে৷ প্রতিমা নিরঞ্জনকালে আয়োজিত শোভাযাত্রায় ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়৷ প্রতি বছর মার্চ মাসে হনুমান পূজার আয়োজন করা হবে বলে জানিয়েছেন টাউন ক্লাবের সভাপতি ও সম্পাদক যথাক্রমে ডা. দেবতোষ পাল ও পৃথ্বীরাজ পাল৷