Barak ValleyEducation

করিমগঞ্জ কলেজে বিকশিত ভারতের অনলাইন সম্প্রচার

করিমগঞ্জ : কেন্দ্রীয় ও রাজ্য সরকার আয়োজিত ‘বিকশিত ভারত @২০৪৭’ যুবকন্ঠ কার্যক্রমের অনলাইন সম্প্রচার অনুষ্ঠান আয়োজন করল করিমগঞ্জ কলেজ৷ কলেজের পদার্থবিদ্যা বিভাগের উদ্যোগে সোমবার সকাল ৮:৩০টায় অনলাইন সম্প্রচার অনুষ্ঠান আয়োজিত হয়৷ এতে পদার্থবিদ্যা বিভাগ সহ কলেজের অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীরাও যোগদান করেন৷

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে ‘বিকশিত ভারত @২০৪৭’-র web portal-র উন্মোচন হয়৷ পড়ুয়াদের পরামর্শ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ গঠনে ছাত্র-যুবকদের যোগদানের গুরুত্বের ওপর আলোকপাত করেন৷ তিনি বলেন, ব্যক্তি নির্মাণের মধ্যেই দেশ নির্মাণ সম্ভব৷ প্রথাগত প্রাতিষ্ঠানিক গন্ডি পার করে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে পড়ুয়াদের সার্বিক ও নিবিড় সম্পর্ক গড়ার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি৷ এ ব্যাপারে সামাজিক মাধ্যম ও তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন৷

এদিন কেন্দ্রীয় সরকার আয়োজিত এই অনলাইন অনুষ্ঠানের পর রাজ্য সরকারের উদ্যোগেও একই বিষয়ের ওপর আরেকটি অনলাইন অনুষ্ঠান সম্প্রচারিত হয়৷

Show More

Related Articles

Back to top button