EducationBarak Valley

করিমগঞ্জ কলেজে শর্ট টার্ম কম্পিউটার স্কিল কোর্স চালু

করিমগঞ্জ : করিমগঞ্জ কলেজে শর্ট টার্ম কম্পিউটার স্কিল কোর্স চালু করা হয়েছে৷ কলেজের equal opportunity cell পরিচালিত এবং Department of Computer Science ও Department of Physics যৌথ সহযোগে এই কোর্স চালু করা হয়েছে৷ করিমগঞ্জ কলেজের IQAC তত্বাবধানে এই কোর্স চালু করা হয়েছে৷

বৃহস্পতিবার এ উপলক্ষে ড. সুচিস্মিতা দত্ত সরকারের পৌরোহিত্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রামানুজ চক্রবর্তী৷ আজকের দিনে সঠিক computer skill থাকাটা যে কতটুকু জরুরি সেটা ব্যাখা করেন অধ্যক্ষ৷ পাশাপাশি সেলের কো-অর্ডিনেটর ড. রাজীব দাশ আজকের এই certificate course-র উদ্দেশ্য ব্যাখা করতে গিয়ে internet-র যুগে সব ধরনের কাজের জন্য যে soft skill-র উপকারিতা তা তুলে ধরেন৷ IQAC-র কো-অর্ডিনেটর ড. সুজিত তেওয়ারি মোবাইলের সাহায্যে কম্পিউটারের সব ধরনের কাজ কিভাবে করা যায় সেই skill-র আবশ্যকতাটা তুলে ধরেন৷ Physics-র বিভাগীয় প্রধান ড. সব্যসাচী রায় তাঁর বক্তব্যে প্রয়োজনীয় ICT সক্রিয় software application-র ওপর গুরুত্ব আরোপ করেন৷ Computer Science-র বিভাগীয় প্রধান ড. অনন্যা রায় তার বক্তব্যের মধ্যে চাকরির ক্ষেত্রে এই কোর্সটির প্রভাব তুলে ধরেন৷

Cell-র co-ordinator পিনাক দে’র ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়৷ উপস্থিত ছিলেন ড. শুভাশিস রায় চৌধুরী, ড. ত্রিরুপ দত্ত চৌধুরী, দেবজিত চক্রবর্তী, সুমিতা শুক্লা, মঞ্জুর আহমেদ প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button