করিমগঞ্জ কলেজে শুরু হল সম্পূর্ণার পৌষ পার্বণ মেলা
করিমগঞ্জ : সম্পূর্ণা নারী সংস্থা আয়োজিত করিমগঞ্জে পৌষ পার্বণ মেলা শুরু হল৷ অন্যান্য বছরের মতো এবারও করিমগঞ্জ কলেজের খেলার মাঠে মঙ্গলবার বিকেল ৫টায় উদ্বোধন হয় পৌষ পার্বণ মেলা৷ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এই ৩ দিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রদর্শনী করা হবে৷ করিমগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের মহিলারা পুলি পিঠে, পাটিসাপটা, চোঙা পিঠে, নারকেল সন্দেশ, নাড়ু, চিড়ামুড়ি, মোয়া, মিষ্টান্ন, কেক ইত্যাদি নিয়ে হাজির হয়েছেন৷
সংস্থার সম্পাদিকা পারমিতা পাল বলেন, ২০১৯ সাল থেকে সম্পূর্ণা নারী সংস্থা পৌষ পার্বণ মেলা আয়োজন করে আসছে৷ এই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে একটু মজা করা, আনন্দ করা৷ এই মেলাতে বিভিন্ন স্থানের মহিলারা তাদের ঘরে তৈরি করা পিঠে নিয়ে আসে৷ এখানে পিঠে পুলি স্টলের সাথে জুয়েলারি, বাঁশ বেত দিয়ে তৈরি করা হস্তশিল্পের সামগ্রী রাখা হয়েছে৷ করিমগঞ্জের প্রসিদ্ধ শীতল পাটি নিয়ে এসেছে৷ এমনিতেই সবাই খুব ভালো পিঠে পুলি তৈরি করে নিয়ে আসেন৷ একটু মজা করার জন্যই প্রতিযোগিতা রাখা হয়৷ ১ম, ২য় ও ৩য় পুরষ্কার দেওয়া হয়৷ এছাড়া ৩ দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান৷