Barak Valley

করিমগঞ্জ টাউন ইদগাহের সামনে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

গাড়ির চালান না থাকলেও ম্যানেজ হয়ে যাচ্ছে সবকিছু

করিমগঞ্জ : একমাসেরও অধিক সময় ধরে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে রয়েছে করিমগঞ্জ টাউন ইদগাহের সামনের জাতীয় সড়ক৷ এই বেহাল সড়ক দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে৷ এলাকায় পুকুরসম গর্তের সৃষ্টি হলেও নির্বিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷

স্থানীয়দের অভিযোগ, ওভারলোডেড লাইমস্টোনের গাড়ির জন্য সড়কের এমন দুরবস্থা হয়েছে৷ তাঁদের অভিযোগ ম্যানেজ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসাটি চলছে বলে নীরব রয়েছেন বিভাগীয় আধিকারিক সহ অন্যরা৷ খবর মতে, প্রতিদিন গভীর রাতে শহরে প্রবেশ করে লাইমস্টোনের গাড়ি৷ অধিকাংশ গাড়ির নাকি চালান সমস্যা থাকে৷ এছাড়াও অভারলোডেড থাকে গাড়িগুলি৷

বুধবার রাতে দেড় শতাধিক লাইমস্টোনের গাড়ি চলাচলের খবর রয়েছে৷ প্রভাবশালী মহল ম্যানেজ হয়ে থাকায় সড়ক ভেঙে চৌচির হয়ে গেলেও লাইমস্টোনের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না৷ জানা গেছে, এই ব্যবসার মূলে রয়েছেন সেটেলমেন্ট এলাকার এক যুবক৷ পর্দার আড়ালে সবকিছু সামাল দিচ্ছেন তিনি৷

কখনও সুতারকান্দি, তো কখনও সেটেলমেন্ট রোড এলাকায় তাকে দেখা যায় এনিয়ে ব্যস্ত থাকতে৷ ওভারলোডেড লাইমস্টোনের গাড়ির জন্য ভারত-বাংলা সংযোগকারী জাতীয় সড়ক সংযোগকারী জাতীয় সড়ক মরণফাঁদে পরিণত হয়েছে৷ প্রশাসন সহ শাসক দল নীরব থাকায় এনিয়ে ভ্রুক্ষেপ নেই লাইমস্টোন ব্যবসায়ীদের৷ যার খেসারত দিতে হচ্ছে স্থানীয় জনগণকে৷

Show More

Related Articles

Back to top button