Barak Valley
করিমগঞ্জ পুলিশের তেরঙ্গা যাত্রা
করিমগঞ্জ : রবিবার সীমান্ত জেলা করিমগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে আয়োজন করা হয় তেরঙ্গা যাত্রার । পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে যাত্রায় অংশগ্রহন করেন অতিরিক্ত পুলিশ সুপার অমিত রাজ চৌধুরী, প্রতাপ দাস, সদর ওসি ভবেন দিহিঙ্গিয়া অন্যান্য আধিকারিক সহ বিভিন্ন থানা, পুলিশ চৌকির প্রায় দুই শতাধিক কর্মীরা । বিভিন্ন দেশাত্মবোধক স্লোগানে যাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুলিশ সুপার কার্যালয়ে এসে সমাপ্ত হয় ।
এপ্রসঙ্গে পুলিশ সুপার বলেন, স্বাধীনতা ও জাতীয় ঐক্যের প্রেরণার প্রতীক তেরঙ্গা । প্রত্যেক ভারতীয়দের আবেগময় সংযোগ রয়েছে তেরঙ্গার সঙ্গে । হর ঘর তেরঙ্গা ঘর ঘর তেরঙ্গার আহ্বান রেখেছেন দেশের প্রধানমন্ত্রী । সেই আহ্বানে এগিয়ে এসেছে করিমগঞ্জ পুলিশ ।