Uncategorized
করিমগঞ্জ পৌরসভার দরপত্র আহ্বান

জনসংযোগ, করিমগঞ্জ, ১ জুন : করিমগঞ্জ পুর এলাকায় সিসি ঢালাই সড়ক, আরসিসি বক্স কালভার্ট, প্যাভার ব্লক সড়ক, ড্রেইন স্ল্যাব নির্মাণ ও উদ্যান সংস্কার ইত্যাদি পৃথক পৃথক মোট ৫৮টি উন্নয়নমূলক কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। করিমগঞ্জের পুরপতি এক বিজ্ঞপ্তি জারি করে সরকারি অনুমোদনপ্রাপ্ত নির্দিষ্ট শ্রেণিভুক্ত ঠিকাদারদের কাছ থেকে এই দরপত্র আহ্বান করেছেন।
দরপত্র আগামী ১৭ জুন বেলা ২-টার মধ্যে করিমগঞ্জ পুরসভা কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। জানানো হয়েছে, ওই দিনই বিকাল ৩-টায় ডাকদাতাদের উপস্থিতিতে দরপত্রগুলি খোলা হবে। দরপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখিত ওই কাজগুলির টেন্ডার পেপার, নির্ধারিত মূল্য, বিড সিকিউরিটি মানি, টেন্ডার ফি ও অন্যান্য বিস্তারিত বিবরণ করিমগঞ্জের পুরসভা কার্যালয়ে পাওয়া যাবে বলেও জানিয়েছেন পুরপতি।