Barak Valley
করিমগঞ্জ বিজেপির জেলা সোশাল মিডিয়া সেলে পাথারকান্দির পিনাক ও বিরাজ

পাথারকান্দি : ভারতীয় জনতা পার্টির নবগঠিত করিমগঞ্জ জেলা সোশাল মিডিয়া কমিটিতে পাথারকান্দি থেকে স্থান লাভ করেছেন পিনাক দাস ও বিরাজ পাল।
আজ রবিবার করিমগঞ্জ জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের স্বাক্ষরিত এক পত্রে তাঁদের অন্তর্ভুক্তির কথা জানানো হয়েছে। এতে পাথারকান্দি ও লোয়াইরপোয়া বিজেপি ব্লক মণ্ডলের পক্ষ থেকে উভয়কে পৃথক পৃথক বার্তায় শুভেচ্ছা জানানো হয়।
এদিকে এ সম্পর্কে কথা বলতে গিয়ে পিনাক ও বিরাজ জানান, তাঁরা সবাইকে সঙ্গে নিয়ে দলের হয়ে কাজ করে যাবেন। তাঁদের জেলা সোশাল মিডিয়া কমিটিতে স্থান দেওয়ায় তারা বিধায়ক কৃষ্ণেন্দু পাল, দলের জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য এবং দলীয় কর্মকর্তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তাঁরা।