Barak Valley
করিমগঞ্জে আনন্দ উল্লাসে বিশ্বকর্মা পূজা

করিমগঞ্জ : সীমান্ত জেলা করিমগঞ্জের সর্বত্র দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মাতোয়ারা হয়ে উঠেন সাধারণ মানুষ৷ সদর শহর সহ জেলার বিভিন্ন অঞ্চলে সরকারি-বেসরকারি কল-কারখানা, অফিস, আদালত, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ বাড়িতে মহাধূমধামে অনুষ্ঠিত হয় দেবশিল্পী বিশ্বকর্মা পূজা৷ কাঠ মিস্ত্রী, রাজ মিস্ত্রী, কর্মকার, স্বর্ণকার সহ বিভিন্ন শিল্পকর্মের সাথে জড়িতরাও নিজ কর্মে সফলতা প্রাপ্তির জন্য দেবশিল্পীর বন্দনায় মেতে উঠেন৷ মূলত দেবশিল্পী বিশ্বকর্মা পূজার মাধ্যমেই মা আনন্দময়ীর মর্ত্যে আগমনের ঘন্টা বেজে উঠে৷