Barak Valley

আজ ও রবিবার ৮৫ ঊর্ধ্ব ও দিব্যাঙ্গদের ভোট গ্রহণ

জনসংযোগ, করিমগঞ্জ : আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ জেলায় এবসেন্টি ভোটার ১৩২ জন৷ এর মধ্যে ৮৫ বছরের অধিক বয়সের ৮৯ জন এবং দিব্যাঙ্গ ভোটার ৪৩ জন৷ ইতিমধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে বাড়ি থেকে ভোট গ্রহণের জন্য আবেদন গ্রহণ করেছিলেন৷ এই এবসেন্টি ভোটারদের ভোট বাড়ি বাড়ি গিয়ে গ্রহণ করা হবে ১৯ ও ২১ এপ্রিল৷ দুই ভিজিটে এই এবসেন্টি ভোটারদের ভোট গ্রহণ করা হবে৷ এই উদ্দেশ্যে ১০টি পোলিং টিম গঠন করে বৃহস্পতিবার তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ এতে প্রতিদিন সকাল ৭টায় ভোট গ্রহণের দায়িত্বে থাকা টিমের আধিকারিকরা করিমগঞ্জ কলেজ মাঠে থাকা ভোট সামগ্রী বিতরণ স্থল থেকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে ওই ভোটারদের বাড়ি যাবেন৷ আবার প্রতিদিন সন্ধ্যা ৬টায় ভোট গ্রহণের পর আধিকারিকরা পোস্টাল ব্যালটগুলি করিমগঞ্জ কলেজের মাঠে ওই একই স্থানে জমা করবেন৷ তারপর ওই পোস্টাল ব্যালট করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে থাকা পোস্টাল ব্যালট পেপার স্ট্রং রুমে সিল করে রাখা হবে এবং ভোট গণনার দিন গ্রহণ করা হবে৷ করিমগঞ্জের পোস্টাল ব্যালট পেপার সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত এই পত্রযোগে এই নির্ঘন্ট জানিয়েছেন৷

Show More

Related Articles

Back to top button