Barak Valley
করিমগঞ্জ বিজেপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত
করিমগঞ্জ : ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলা কমিটির বেশ কয়েকটি পদে নতুন সদস্যদের মনোনীত করা হয়েছে৷ সম্প্রতি অনুষ্ঠিত জেলা কার্যনির্বাহী সভায় নতুন সদস্যদের নিযুক্তি দেওয়া হয়৷ উপসভাপতি হিসাবে উমাশঙ্কর বানিয়া এবং রতিরঞ্জন দাসকে নিযুক্তি দেওয়া হয়েছে৷ এছাড়া কার্যালয় সম্পাদক হিসাবে অমিত পাল, সম্পাদক পদে শিখা চক্রবর্তী, অনুপ সেন, ধীমানকান্তি রায়কে নিযুক্তি দেওয়া হয়েছে৷
এ ব্যাপারে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান, বিগত দিনে জেলা কমিটির এই পদগুলি খালি ছিল বিভিন্ন কারণে৷ অবশেষে জেলা ও প্রদেশ স্তরের সদস্যদের সঙ্গে যোগাযোগ ক্রমে এই কমিটি গঠিত করা হয়েছে৷ কমিটির নতুন সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷