করিমগঞ্জ মহর্ষি বিদ্যামন্দিরেও মহেশযোগীর জন্মদিন পালিত
করিমগঞ্জ : বৈদিক জীবন দর্শনের শিক্ষা নিতে পড়ুয়াদের ভূপাল পাঠানো হবে৷ এর সম্পূর্ণ খরচ বহন করবে বিদ্যালয় কর্তৃপক্ষ৷ শনিবার মহর্ষি বিদ্যামন্দিরের বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ ঘোষণা করেছেন বিদ্যালয়ের অধ্যক্ষ দিবাকর দাস৷
এদিন বৈদিক মন্ত্রোচ্চারণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানের সূচনা হয়৷ স্বাগত ভাষনে দিবাকর দাস বলেন, মহর্ষি বিদ্যামন্দির মহর্ষি মহেশযোগীর জীবন দর্শন ধারা পরিচালিত হয়৷ মহর্ষি মহেশযোগী ও স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি৷ অনুষ্ঠানে অপর বক্তা মৃণাল ভট্টাচার্য বলেন, মহেশযোগীর আদর্শে পরিচালিত হওয়ায় বিদ্যালয়ের পঠন-পাঠন সংস্কৃতি অন্যদের থেকে আলাদা৷ তিনি পড়ুয়াদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন৷
অধ্যাপক নির্মল সরকার বলেন, এই বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি, খেলাধূলা প্রতিটি ক্ষেত্রেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে৷ যা এককথায় অতুলনীয়৷ এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়৷ এতে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা নানা অনুষ্ঠান পরিবেশন করে৷ এদিন প্রখ্যাত বিজ্ঞানী ড. দেবী প্রসাদ দুয়ারি ব্রহ্মাণ্ডের ওপর এক সেমিনারও অনুষ্ঠিত হয়৷