Barak Valley

করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে পদার্পণ করলেন গিরিশানন্দজি মহারাজ

করিমগঞ্জ : শুক্রবার থেকে দীক্ষাদান শুরু হচ্ছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে৷ ভক্তদের দীক্ষাদান করতে বেলুড় মঠ থেকে পদার্পণ করলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ৷ বুধবার বিকেল ৩টায় তিনি পদার্পণ করেন৷

কলকাতা থেকে সহ সংঘাধ্যক্ষ মহারাজ দুপুরে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করে বিকেলে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে পদার্পণ করেন তিনি৷ পূর্ব নির্ধারিত সূচিতেই ১৭-১৮ নভেম্বর করিমগঞ্জ রামকৃষ্ণ মঠে প্রায় ৩০০ ভক্তকে দীক্ষা দেবেন স্বামী গিরিশানন্দজি মহারাজ৷ প্রতিদিন সন্ধ্যায় আরতির পর তাঁকে প্রণাম করা যাবে বলে জানিয়েছেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী প্রভাসানন্দজি মহারাজ৷

করিমগঞ্জ থেকে দীক্ষাদান পর্বের কার্যসূচি শেষ করে আগামী ১৯ নভেম্বর যাত্রা করবেন হাফলঙের উদ্দেশ্যে৷ হাফলঙ থেকে ২৪ নভেম্বর ফিরবেন শিলচরে৷ এরপর ১০ ডিসেম্বর শিলচর থেকে বেলুড় মঠের উদ্দেশ্যে রওয়ানা হবেন গিরিশানন্দজি মহারাজ৷

Show More

Related Articles

Back to top button