Barak Valley

করিমগঞ্জ রেডক্রসে ICU unit তৈরির প্রস্তুতি শুরু

অক্সিজেন প্ল্যান্টের অর্থরাশিও বরাদ্দ করেছেন সাংসদ কৃপানাথ

করিমগঞ্জ : অবশেষে ICU unit তৈরির প্রস্তুতি শুরু হয়েছে রেডক্রসে৷ ICU-র জন্য স্থাপন হবে অক্সিজেন প্ল্যান্ট৷ এই অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থরাশি বরাদ্দ করা হয়েছে করিমগঞ্জের সাংসদ তহবিল থেকে৷ অক্সিজেন প্ল্যান্টের জন্য ১ম কিস্তিতে সাংসদের এলাকা উন্নয়ন তহবিল থেকে ৬ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে৷ এই কাজের জন্য সর্বমোট ১০ লক্ষ টাকা মিলবে সাংসদের তরফ থেকে৷ ইতিমধ্যে অক্সিজেন প্ল্যান্ট তৈরীর বিভিন্ন সামগ্রী রেডক্রস চত্বরে এসেছে৷ দিন কয়েকের মধ্যে কাজ শুরু হবে৷ জানা গেছে, গোটা কাজের জন্য রেডক্রসের তরফে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকার প্ল্যান এস্টিমেট তৈরী করে সাংসদের কাছে পাঠানো হয়৷ এই প্ল্যান এস্টিমেটের সঙ্গে সিভিল ওয়ার্ক যুক্ত হয়ে ১০ লক্ষ টাকা হবে৷ অক্সিজেন প্ল্যান্টের কাজ চলা অবস্থাতেই ২য় কিস্তির টাকা রিলিজ হবে৷ সমস্যা কাটিয়ে ICU নির্মাণের সিদ্ধান্ত নেওয়ায় সবাই চেয়ারম্যান সহ রেডক্রস কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন৷ এখন রেডক্রস বিল্ডিংয়ের ৩ তলায় তৈরি হবে ICU. ৪ বেডের ICU হবে৷ দায়িত্বে থাকবেন করিমগঞ্জের ৩ জন বিশিষ্ট চিকিৎসক৷ তারা ইতিমধ্যে এজন্য নিজেদের সিদ্ধান্ত জানিয়েছেন৷ তাদের নিজেদের দায়িত্ব যথারীতি পালনের পর সেবামূলক কাজ হিসাবে অতিরিক্ত ভাবে রেডক্রসের ICU-তে থাকা রোগীর চিকিৎসা করবেন৷ ICU-র সঙ্গে তৈরি হবে পৃথক ২টি ক্যাবিন৷ ICU থেকে রোগীকে বের করার পর এই ক্যাবিনে রাখা হবে৷

Show More

Related Articles

Back to top button