Barak Valley

করিমগঞ্জ লক্ষ্মীচরণ রোডে ড্রাগস সহ ধৃত ২

করিমগঞ্জ : ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখলেও এতে যেন লাগাম টানতে পারছে না পুলিশ৷ প্রতিদিন করিমগঞ্জ জেলার কোনও না কোনও এলাকায় ড্রাগস সহ ধরা পড়েছে পাচারকারী৷ শহরেও চলছে ড্রাগসের কারবার৷ বুধবার রাত ৯টা নাগাদ শহরের লক্ষীচরণ রোড এলাকায় ধরা পড়ল এক ড্রাগস প্যাডেলার৷ ধৃত ড্রাগস কারবারি নিলামবাজার লালপুল এলাকার আব্দুল বাসিত বলে জানা গেছে৷

এদিন রাতে স্থানীয় জনতা তাকে পাকড়াও করেন৷ সেই সঙ্গে এলাকার বাসিন্দা নীলু চৌধুরীকেও পাকড়াও করেন জনগণ৷ এরপর এদের সমঝে দেওয়া হয় পুলিশের হাতে৷

সূত্রে জানা গেছে, এদিন রাত ৯টা নাগাদ শহরের লক্ষীচরণ রোডে ড্রাগস প্যাডেলার আব্দুল বাসিতকে পাকড়াও করলে তার কাছ থেকে ২৬ কৌটা ভর্তি ড্রাগস উদ্ধার হয়৷ এরপর ক্ষুব্ধ জনতার রোষ থেকে নিজেকে বাঁচাতে আব্দুল বাসিত জানায়, লক্ষীচরণ রোডের নীলু চৌধুরীর বাড়ি থেকে সে প্রায়ই এভাবে ড্রাগস নিয়ে যায়৷ তার বক্তব্য শোনার পর স্থানীয়রা নীলু চৌধুরীর বাড়িতে গিয়ে তাকেও পাকড়াও করেন৷ তার কাছ থেকে একটি সিরিঞ্জ ও ড্রাগসের ৪টি খালি কৌটা উদ্ধার হয়েছে বলে জানা গেছে৷

স্থানীয়দের অভিযোগ, লক্ষীচরণ রোড এলাকায় দীর্ঘদিন থেকে ড্রাগসের রমরমা কারবার চলছে৷ রাতের অন্ধকারে এলাকায় ড্রাগস ক্রয়-বিক্রয় হয়৷ সন্ধ্যা ঘনিয়ে আসার পর অপরিচিত লোকের ভিড় জমে এলাকায়৷ পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই ড্রাগস কারবারিদের দাপট বাড়ছে বলে অভিযোগ সাধারণ জনগণের৷ শহরে সবসময় পুলিশকে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন জনগণ৷

Show More

Related Articles

Back to top button