Barak Valley

করিমগঞ্জ লায়ন্স ও লিওর কম্বল বিতরণ

করিমগঞ্জ : Lions Club of Karimganj-র সদস্যরা বুধবার করিমগঞ্জের গোবিন্দপুর এবং মাইজগ্রামে দুঃস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন৷ প্রথমে গোবিন্দপুর নো ম্যানস ল্যান্ডের ভেতর থাকা গ্রামবাসীদের মধ্যে BSF-র তত্ত্বাবধানে ৪৬টি পরিবারকে কম্বল বিতরণ করা হয়৷ তারপর তারা মাইজগ্রামে রাধারমণ ঠাকুরের আশ্রম সংলগ্ন রূপক দেবের ‘সোনার বাগান’ গ্রামের দুঃস্থ ৫৪টি পরিবারকে কম্বল বিতরণ করেন৷ ক্লাব সভাপতি গৌতম দেবরায় এই কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ক্লাব সদস্যের সহযোগিতায় তাঁরা প্রত্যেক বছরই চেষ্টা থাকি গ্রামের দুঃস্থদের মধ্যে শীতের সময় কম্বল বিতরণ করার৷

ক্লাবের সার্ভিস চেয়ারপার্সন জগদীশচন্দ্র বণিক বলেন, গ্রামবাসীরা যাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পায়তার জন্যই এই প্রয়াস৷ রূপক দে Lions Club of Karimganj-র সমাজের দুঃস্থদের সেবামূলক কাজের প্রশংসা করেন৷ অরূপরতন রায় ও রূপক দে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা করেন৷

ক্লাবের জনসংযোগ আধিকারিক সঞ্চয়িতা দেব জানান, আগামী কয়েক দিনের মধ্যে শহরের দুঃস্থ কিছু পরিবারকে এবং ভবঘুরেদের মধ্যেও কম্বল বিতরণ করা হবে৷

উপস্থিত ছিলেন বিজয় কুমার পুগোলিয়া, বিনোদ গং, রঞ্জন চৌধুরী, পীযূষ শুক্লবৈদ্য, সঞ্চয়িতা দেব প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button